নূপুর অথবা বৃষ্টি
শেখর দেব
বৃষ্টির কাছে তোমার নূপুর জমা রেখে বলেছিলামঃ
তুমি কি নূপুরের মতো মোহিত করে
শোনাতে পারো বৃষ্টিকে?
প্রিয়ার পায়ের অবিকল একটা আকাশ দেখলে ভাবি
এখন ঠিক আলতার মতো রংধনু উঁকি দেবে
ঝন ঝন নেমে আসবে বৃষ্টি
নূপুর যেভাবে ঘোরের মদিরা হাতে দিয়ে
ঝাপসা করে তোলে চোখ
অন্দরজুড়ে ঝুন ঝুন তুমি হেঁটে গেলে
বাহিরে বৃষ্টি নামার অপেক্ষায়....
আকাশকে হতে বলি ঝাপসা তোমার হৃদয় অবিকল
আকাশ তার ঘোমটা খুলে
ঢেলে দেয় ঝুম ঝুম মদিরা
উর্বর হয়ে উঠে সমূহ চঞ্চল অঞ্চল
আর আমি তোমার পায়ের আঙ্গুলে ঠোঁট রেখে
পান করি সুরের অমৃত
নিমেষে ডানা মেলে প্রকটিত হয়ে
ঘুরিয়ে আনো সুনিবিড় এক পৃথিবী হতে
যেখানে চোখের ইশারায় নামে বৃষ্টি
আলতার রঙ্গে রঙিন হয় আকাশ
নূপুরের ছন্দের অবিকল বৃষ্টিতে ভিজে যেতে যেতে
নূপুর ফিরেয়ে দিয়ে বৃষ্টি বলেছিলঃ
রিনিঝিনি রিনিঝিনি শব্দে আমি ঝরে যাবো
যদি তোমার বুকের নদী করে রাখো ছলছল।
তুমি কি নূপুরের মতো মোহিত করে
শোনাতে পারো বৃষ্টিকে?
প্রিয়ার পায়ের অবিকল একটা আকাশ দেখলে ভাবি
এখন ঠিক আলতার মতো রংধনু উঁকি দেবে
ঝন ঝন নেমে আসবে বৃষ্টি
নূপুর যেভাবে ঘোরের মদিরা হাতে দিয়ে
ঝাপসা করে তোলে চোখ
অন্দরজুড়ে ঝুন ঝুন তুমি হেঁটে গেলে
বাহিরে বৃষ্টি নামার অপেক্ষায়....
আকাশকে হতে বলি ঝাপসা তোমার হৃদয় অবিকল
আকাশ তার ঘোমটা খুলে
ঢেলে দেয় ঝুম ঝুম মদিরা
উর্বর হয়ে উঠে সমূহ চঞ্চল অঞ্চল
আর আমি তোমার পায়ের আঙ্গুলে ঠোঁট রেখে
পান করি সুরের অমৃত
নিমেষে ডানা মেলে প্রকটিত হয়ে
ঘুরিয়ে আনো সুনিবিড় এক পৃথিবী হতে
যেখানে চোখের ইশারায় নামে বৃষ্টি
আলতার রঙ্গে রঙিন হয় আকাশ
নূপুরের ছন্দের অবিকল বৃষ্টিতে ভিজে যেতে যেতে
নূপুর ফিরেয়ে দিয়ে বৃষ্টি বলেছিলঃ
রিনিঝিনি রিনিঝিনি শব্দে আমি ঝরে যাবো
যদি তোমার বুকের নদী করে রাখো ছলছল।