রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

লাইক এ পিচ অফ কেক

                                                   লাইক এ পিচ অফ কেক
                                                           শেখর দেব
                      
                           তোমার অপরূপ মায়ার স্নিগ্ধতায় ডুব দিয়ে
                           বিচ্যুত কক্ষপথের বাগান মঞ্জুরিত হলে
                           পুনর্বার প্রাণ ফিরে পাই;
                           পেয়ে গেছি অবসর অনেক, ভাসমান মেঘের বিভায়!

                           রক্তিম আভায় ভোর মাতানো নক্ষত্র, উদয়োন্মুখে উদাস হলে
                           তুমি কিছু আলোকবর্ষ দূরে হেঁটে যাও;
                           খুঁজে আনি শিল্পের সুষমায়-

                            একবার জলন্ত আগুনের শরীর গিলে আমার
                            কাছে এসেছিলে নেভানোর আবদার নিয়ে; সাহায্যের
                            হাত বাড়ালে না নিয়ে ফিরে গেলে রাজকন্যাদের ভিড়ে,
                            গলে গেল মোমের শরীর আমার, দর্শকের ভুমিকায়
                            হাততালিতে মজা করলে; অনুভূতির জলসিঞ্চনে
                            বেড়ে ওঠা বোধের গাছপালা মরে গেলে তুমি চুপচাপ
                            হেঁটে গেলে নিরবতায়;
                            তুমি জানো ভুলে যাওয়ার ধারাপাত
                             লাইক এ পিচ অফ কেক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন