সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

ভারি বাতাস

ভারি বাতাস

শেখর দেব

বাস্তবতার সাম্পানের ভাঙ্গা কাঠ, ভারি বাতাসের প্রবাহ
জোড়াতালি দেয়া মাঝির কপাল
গুলিয়ে ওঠা গরম বাতাসে কোমল বাখ্যালাপের প্রসব
বাহ্যিক অবয়বে যদি দু'আঙুলে লাগে কচকচে আরাম
ঘরের বাতাসে ভাসে ইলিশভাঁজার গন্ধ।

ঘাসে শিশিরের কষ্ট, রসহীন শীতের কলসে
কাঠঠোকরার তীক্ষ্ণ চুম্বন, শুকনো খড়কুটোর
আর্তি দিয়ে চাঙা করা হৃদয়ের  উষ্ণ সুখ আর
বিমর্ষ ভস্ম উড়ানো ঠাণ্ডা বাতাস-
                                              ভারি বাতাস
                                              উষ্ণ বাতাস
                                              ঠাণ্ডার আভাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন