সোমবার, ১ অক্টোবর, ২০১২

মরাখাল ও সবুজ সমাচার

মরাখাল ও সবুজ সমাচার

শেখর দেব

সবুজ পাতায় এক ফালি রোদ নিরবে কাটায় বসন্ত-ভোর।
মেঠোপথ ধরে দৃশ্যের পর দৃশ্যে আলো ছায়ায় চলে সবুজ
সমাচার। চৌদ্দ-পুরুষের বিরহযাপনের স্মৃতি বুকে মরাখাল
শুয়ে রয় পথধারে। ঘোলাজলে সবুজ পাতা ঝরে না। শুষ্ক
পাতারা যৌবন হারালে ছুটে আসে নিথর জলে আর পাতারা
জানেনা আমিও বসন্তের যৌবন নিয়ে ছুটে আসি খালের খোঁজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন