সোমবার, ১ অক্টোবর, ২০১২

ঠাকুরদিদির আঁচল

ঠাকুরদিদির আঁচল

শেখর দেব

দিদির আঁচলে বাঁধা ছিল অমোঘ আকাশ। বাল্যশিক্ষার পাঠে
বয়ে গেছে নদী। নদী ও আকাশঘেরা ছিল শৈশব-স্বপ্ন;
শিমুলতলায় ছিল বেঙ্গমা বেঙ্গমীর বিছানা; হাসি কান্নার ঘোর।

বয়সী শিমুলের ঝরে গেছে পাতা। শহুরে সময় নদীর নৌকায়
দিয়েছে হওয়া। আঁচলের আকাশ হাতে ধরিয়ে দিদি বলেছিলঃ
                               'ঘুড়ি ওড়াবি ভাই নিয়ন্ত্রিত নাটাই হাতে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন