রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

পার্সোনাল চ্যাপটার-২

পার্সোনাল চ্যাপটার-২

শেখর দেব

ছুটে যাই-
নিয়মের অজস্র শিকল ছিঁড়ে পলাতক-পাগল
অগোচর রাত ফুরিয়ে
ফিরে আসি বাঁধনের ক্লান্তিতে।

রিকশার হুক লাগিয়ে গোপনে চলি প্রকাশ্য আলোয়
নীল পেড়ে আঁচলে আঁকি ভবিষ্যৎ - ভোর
নষ্ট করে দাও কিছু সকাল!

জবুথবু কবি!
তবুও ভাঙো স্বপ্নের দরোজা নিরবধি-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন