মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

সপ্তফুল

সপ্তফুল

(হুমায়ূন আহমেদ কে)

‡kLi †`e|
সতেজ রোদ দামাল হলো চরাচরেবেদনা জড়ানো বুকে ক্রমশ
বাড়ছে ব্যথার হাওয়াদখিনা হাওয়া থেমে যায়, যার উপর ছিল
অনন্ত জোছনাচাঁদহীন গতরাতের বুকে কে যেন এঁকে গেল
বিরহী আলপনাতুমি কতোটা নিরব হলে চোখের জল থেমে
যায় তা রহস্যমা বলেছিল - নক্ষত্র পতন দৃশ্যগোচর হলে
সপ্তফুলের নাম নিতে হয় মুখেনক্ষত্র ঝরার দৃশ্যে ঝলসে গেল
চোখসপ্তফুল ভুলে মনে ভেসেছে 'চাঁদনী পসর রাত'সমুদ্র
বিলাসে দেখেছি জোছনা দারুচিনি দ্বীপের ভেতরআমার বা
তোমাদের কতোটুকু জল তার একটি তরলায়িত ধাঁধায় ঘুরে
একদিন সমূহ চিত্র হলো আলাদাহলুদ পাঞ্জাবি পরিনি কোনদিন
তবে কোন এক বসন্ত হলুদ পাঞ্জাবি পরে ডেকেছিল তুমুলসকালে
তীব্র রোদ ভূত না দেখার স্মৃতি নিয়ে হয়েছে ভূতগ্রস্তবর্ষা
চুপমেরে আছে বৃষ্টিহীনশুধু তুলসী পাতার বুকে নির্বাক
তাকিয়ে আছে রোদসপ্তফুলের নাম ভুলে দাঁড়িয়ে আছি
দরোজায়চুপিচুপি নিশ্চুপ রোদ এসে দাঁড়ালো পাশে

20.07.2012

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন