কৃষ্ণ কষ্ট
শেখর দেব
কদম-তমাল-দেবদারুর গায়ে খুঁজেছি স্বর্গের আভাস
ভেসেছি নীলকষ্টের যন্ত্রণার নরক
কৃষ্ণের বাঁশিতে-হাসিতে সুরের জাদুতে ভুরভুর
রাধার প্রেম ছিল ছেলেখেলা, অনুভূতিহীন।
কদমে বসে প্রেম বিলানোর হাট
রাধারা দলবেঁধে কিনে আনে জ্বলন্ত প্রেমফল
তবে তমালে বসে না এখন রাসলীলার আসর-বাসর।
কৃষ্ণকষ্টে দেবদারু বান্ধে না মেঘেদের প্রেম ডোরে
চায় শুধু উড়তে উড়তে মর্ত্য ছাড়তে বিরহ ভারে
কৃষ্ণ প্রেম বিলায় সব সীমানায়
রাধারা শিখেছে ছলনা নিষ্ঠুর বেশ।
শেখর দেব
কদম-তমাল-দেবদারুর গায়ে খুঁজেছি স্বর্গের আভাস
ভেসেছি নীলকষ্টের যন্ত্রণার নরক
কৃষ্ণের বাঁশিতে-হাসিতে সুরের জাদুতে ভুরভুর
রাধার প্রেম ছিল ছেলেখেলা, অনুভূতিহীন।
কদমে বসে প্রেম বিলানোর হাট
রাধারা দলবেঁধে কিনে আনে জ্বলন্ত প্রেমফল
তবে তমালে বসে না এখন রাসলীলার আসর-বাসর।
কৃষ্ণকষ্টে দেবদারু বান্ধে না মেঘেদের প্রেম ডোরে
চায় শুধু উড়তে উড়তে মর্ত্য ছাড়তে বিরহ ভারে
কৃষ্ণ প্রেম বিলায় সব সীমানায়
রাধারা শিখেছে ছলনা নিষ্ঠুর বেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন