সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

হৃদয় বৃত্তান্ত

হৃদয় বৃত্তান্ত

শেখর দেব

একই বৃত্তে ঘোরে বলে একই গল্পের সৃষ্টি
চোখ আর আয়না, আয়না আর চোখ সেই
একই প্রতিফলন, সময়ের খুনসুটি।
নাই নাই কাব্য নাই বলেই, তবুও আগুনকে ভয় পাই
এবং ঘরের মন ও বাইরের মনে পার্থক্য অনেক।

জমকালো আনন্দ ও গুমট আবহাওয়া যেন
মানুষের পেট ও পিঠ। কষ্ট! কষ্টের বর্ণহীনতা
শেকড় ছাড়া করছে ভ্রষ্ট মনকে আর
জেগে থাকা বিশ্বাস সাহসে চুষে খায় বর্তমান।
গিলে খায় ধৈর্য ও বাস্তবতার কটু রস।

হৃদয়ের এক ফালি আস্ফালনে মাথা কুটে দূরে
অন্যফালিতে রোমাঞ্চ আসে অনাগত বন্ধনে।

সুরের কিছুই বুঝিনা আগামাথা
শুধু কাঁদার জন্য হাসি আবার
কখনো - সখনো হাসার জন্য কাঁদি
সময়কে ছাড়িয়ে যাবো বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন