কনথ্রাডিকশান
শেখর দেব
আমি থ্রি-পিসমোড়ানো কবিতাটির পতি;
কলেবরের শব্দ-বিন্যাসে ওড়নার ভাঁজে
গোপন ঘোরে নাচায় পঙক্তিতে পঙক্তিতে।
দিন রাতের কোলে শির লুকালে
জলজ জানালা বেয়ে ঢুকে পড়ে বসন্ত ছন্দে আনন্দে
ফালি ঠোঁটের উন্মাদ-উন্মীলনে কবিতার উদ্বোধন
সেরে পিঠের শব্দসন্ধি খুলে উন্মুক্ত জঘনে নাচে
পেলব শব্দযুগল। করতলে কাঁপে সমস্ত অবয়ব।
আমি কবিতাটির জনয়িতা
থ্রি-পিস মোড়ানো কবিতাটির পিতা
আমি থ্রি-পিস মোড়ানো কবিতাটির পিতা
আমি থ্রি-পিসমোড়ানো কবিতাটির পতি।
শেখর দেব
আমি থ্রি-পিসমোড়ানো কবিতাটির পতি;
কলেবরের শব্দ-বিন্যাসে ওড়নার ভাঁজে
গোপন ঘোরে নাচায় পঙক্তিতে পঙক্তিতে।
দিন রাতের কোলে শির লুকালে
জলজ জানালা বেয়ে ঢুকে পড়ে বসন্ত ছন্দে আনন্দে
ফালি ঠোঁটের উন্মাদ-উন্মীলনে কবিতার উদ্বোধন
সেরে পিঠের শব্দসন্ধি খুলে উন্মুক্ত জঘনে নাচে
পেলব শব্দযুগল। করতলে কাঁপে সমস্ত অবয়ব।
আমি কবিতাটির জনয়িতা
থ্রি-পিস মোড়ানো কবিতাটির পিতা
আমি থ্রি-পিস মোড়ানো কবিতাটির পিতা
আমি থ্রি-পিসমোড়ানো কবিতাটির পতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন