রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

অবিশ্বাসের ফাঁস

অবিশ্বাসের ফাঁস

শেখর দেব

যে হাসি নিভে গেছে বাপদাদার ভিটায়
সে হাসি উপহাস চারপাশ
প্রয়াত হাসিতে যে প্রলেপ লেগেছে কান্নার
সেখানে এখনো প্রাণ নাচে সাপের লেজে

সাতপাকে গড়েছিল যে সম্পর্ক, সাক্ষী কলাগাছ!
তারই পুকুরে আংটি ফেলে খুঁজেছে আনন্দে দু'জনে
উৎফুল্ল দর্শকের ভিড়ে!
তাও হয়েছে প্রশ্নের সম্মুখিন
                          অবিশ্বাসের ফাঁসে

এখনো সম্পর্কের ফসলে আগুন জ্বলে
                              নির্বাক মুদ্রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন