সোমবার, ১ অক্টোবর, ২০১২

প্রেমিকা কিম্বা বীরাঙ্গনার গল্প

প্রেমিকা কিম্বা বীরাঙ্গনার গল্প

শেখর দেব

আকাশের কোন চাঁদ আমি পাইনি হাতে
কররেখা জুড়ে শুধু তোমার দুরন্তপনার ছবি
পুরনো একটা কবিতা লিখবো বলে
কপালে চুমু-চিহ্ন এঁকে বলেছিলামঃ
'পৃথিবীতে একটা দেশ আছে
পরস্পরের শান্তির, শোকের।'

ফয়'স লেকের পাহাড়ে বৃক্ষের ছায়া মেপে
ভালোবাসার গল্প শুনিয়েছে ক্লান্ত শালিক
তোমার শালিক দেখলে শকুনের কথা মনে পড়ে।

শকুন-রাজত্বের গল্প শুনে শুনে
আমাদের মাজে এসে দাঁড়ায় শকুন
জানি, বিরহ তোমার ভালো লাগে না।

সেদিন ভোরে সত্তোরের যুবক হয়ে
অস্ত্র রেখে কলম নিয়ে বসেছি খড়ের গাদায়
বোনের সবুজ শাড়ি আমার রক্তে
পতাকা হয়ে ঊড়লো আকাশে আর
বিরহী প্রেমিকা না হয়ে তুমি হলে সুমহান বীরাঙ্গনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন