মুখোশ
শেখর দেব
উন্মোচিত ধারাপাতে সম্পর্কের অর্বাচীন স্রোত দৃশ্যমান আজ
হাসির প্রতিমা যেখানে সাজিয়েছে শত নির্যাতনের ঘেরাটোপে
ভেতরের কাষ্ঠদণ্ড মালুমে আসেনি বাহ্যিক ঢাকঢোলানন্দে!
অবিন্যস্ত পদচারণে বড়ত্বের অহংকার নুয়ে-চুয়ে একাকার
দ্যাখ, যে সম্পর্ক রক্তের তাও আজ বড় অচেনা, এলবেলে
বাহ্যিক ভাবভঙ্গি সততার সংগ্রামের যে উপকরণ শিক্ষার
সে সংগ্রামই খুলে মেলে আলো ছড়িয়েছে, উন্মুক্ত অবয়ব
আর উত্থিত অভিশাপগুলো অজগরশ্বাসে গিলে খেয়েছে
সচ্ছলতার সব শাখা-প্রশাখা উন্মুল
অসহ্য অন্ধকার সময়ের খোলস ভেদ করে প্রতিবাদে পড়ে ফেটে
এবং অর্বাচীন ক্রোধজ কান্নাগুলো ডুকরে উঠে দু'চোখ বেয়ে।
শেখর দেব
উন্মোচিত ধারাপাতে সম্পর্কের অর্বাচীন স্রোত দৃশ্যমান আজ
হাসির প্রতিমা যেখানে সাজিয়েছে শত নির্যাতনের ঘেরাটোপে
ভেতরের কাষ্ঠদণ্ড মালুমে আসেনি বাহ্যিক ঢাকঢোলানন্দে!
অবিন্যস্ত পদচারণে বড়ত্বের অহংকার নুয়ে-চুয়ে একাকার
দ্যাখ, যে সম্পর্ক রক্তের তাও আজ বড় অচেনা, এলবেলে
বাহ্যিক ভাবভঙ্গি সততার সংগ্রামের যে উপকরণ শিক্ষার
সে সংগ্রামই খুলে মেলে আলো ছড়িয়েছে, উন্মুক্ত অবয়ব
আর উত্থিত অভিশাপগুলো অজগরশ্বাসে গিলে খেয়েছে
সচ্ছলতার সব শাখা-প্রশাখা উন্মুল
অসহ্য অন্ধকার সময়ের খোলস ভেদ করে প্রতিবাদে পড়ে ফেটে
এবং অর্বাচীন ক্রোধজ কান্নাগুলো ডুকরে উঠে দু'চোখ বেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন