মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

বিষ

বিষ

শেখর দেব

পূর্ণিমায় মাঝে মাঝে জেগে ওঠে বিষ
মদির বিষ!

আষাঢ়ি চাঁদের মদিরা গিলে
আবেশ ক্ষেত্রের বাইরে নেচে যায় গনেশ
মেঘ কেটে গেলে অর্বাচীন ছাদে
তোমার যুগল চাঁদ ভাসে স্বপ্ন-মুদ্রায়
বিষ নামে না, সিদ্ধি মেলে না
হে বিষহরি!
বিষতো মরে না
দু'ক্ষেত্রে
             গড়ে
                      দু'ভুবন
আলাদা চাঁদের প্রহসন
মেঘ ঢেকে যাক হেসে হেসে
বিষ নেমে যাক আষাঢ়ি ঢলের বেগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন