সময় খুঁজে ফিরি
শেখর দেব
সময়ের প্রস্থান দৃশ্যগুলো
দেখার মতো হয় অবহেলায়
আসন্ন নবিন সময়গুলো
এসপার ওসপারের অপেক্ষায়
থেকে থেকে ফিরে আসে মস্তিষ্কের মৌতাত
আস্ফালনে কোষের রকমফের
লাটে উঠে গোছালো অগোছালো সব
সম্ভাবনার শিশির
মাড়াচ্ছি আর অদৃশ্যে লোপাট
হচ্ছে আলোর সড়কগুলো।
ছাগলছানারা মাড়ায় ভাঙা ঘরের মাটি
যাদের চোখে তোয়াক্কাহীনতার ছাপ
চোখের জল ঝরে আড়ালে
অর্বাচীন স্রোতের আশায়
এখনো সময় খুঁজে ফিরি।
শেখর দেব
সময়ের প্রস্থান দৃশ্যগুলো
দেখার মতো হয় অবহেলায়
আসন্ন নবিন সময়গুলো
এসপার ওসপারের অপেক্ষায়
থেকে থেকে ফিরে আসে মস্তিষ্কের মৌতাত
আস্ফালনে কোষের রকমফের
লাটে উঠে গোছালো অগোছালো সব
সম্ভাবনার শিশির
মাড়াচ্ছি আর অদৃশ্যে লোপাট
হচ্ছে আলোর সড়কগুলো।
ছাগলছানারা মাড়ায় ভাঙা ঘরের মাটি
যাদের চোখে তোয়াক্কাহীনতার ছাপ
চোখের জল ঝরে আড়ালে
অর্বাচীন স্রোতের আশায়
এখনো সময় খুঁজে ফিরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন