রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ

শেখর দেব

তৃষ্ণাবিনাশী নদীর খোঁজে গিয়েছি ওপাড়ায়।
পূজার প্রদীপ প্রতাপে জ্বালিয়ে কল্পনার অবয়ব
বেঁধে সফল মানুষের মতো হাসি। সাঁতারে সাতপাঁচ
ভেবেও হারিয়েছি দৃশ্যের দিশা। অপূর্ণ পুলকে ভাঙে স্বপ্ন।
স্বপ্নের দোষ  আর গুন বিচার শেষে নদী বুক খুলে দাঁড়ায়।
তৃষ্ণা বেড়েছে দ্বিগুণ। এপাড়ায় নিজের নিখোঁজ সংবাদ
বাজে আকাশে বাতাসে। ডুবে যাই নদীর জলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন