পাখির ডানায় দূরগামী আঁধার
শেখর দেব
সুরের মোহন মনে দিয়েছি প্রাণ
ভুলে যাওয়া মেঘ - ভাসে চলমান ব্যস্ততা
ডানায় চেপে ছুটে যাই মেঘের মাঠে
কে বলে আমি সুর চিনি না?
সুরের মোহনায় তোমার দুয়ারে এসে
দেখা হল দূরগামী কোন আঁধারের সাথে
সুর থেমে যায় - পাখি ডাকে
পাখি তুমি আর ডেকো না
ঘুমিয়ে পড়ো সম্মোহন সুরায়!
শেখর দেব
সুরের মোহন মনে দিয়েছি প্রাণ
ভুলে যাওয়া মেঘ - ভাসে চলমান ব্যস্ততা
ডানায় চেপে ছুটে যাই মেঘের মাঠে
কে বলে আমি সুর চিনি না?
সুরের মোহনায় তোমার দুয়ারে এসে
দেখা হল দূরগামী কোন আঁধারের সাথে
সুর থেমে যায় - পাখি ডাকে
পাখি তুমি আর ডেকো না
ঘুমিয়ে পড়ো সম্মোহন সুরায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন