মোক্ষলাভ কিম্বা বাহারি বেলুন
শেখর দেব
উদয় আকাশ-জ্বলে বাহারি বেলুন
আলোর এপিঠ-ওপিঠ ছেড়ে চলে আসি
বেলুন-ভুবন ঘিরে চলে শব্দনাচন
তুমুল-তোড়ে ভাঙে কবি-মদনমোহন।
মনোকোষ ভাঙে উদাস পথে
নিউরণে রমণ-রক্তহোলি...।
উপভোগের রাস্তা বেয়ে ক্রমাগত হাঁটি
সফল সঙ্গমকথা নিয়ে
মাটির মমতা জাগে সকরুণ।
জন্মমবীজ বুকে বেঁধে
এখান্তে পৃথিবী গড়ার স্বপ্ন।
পা বাড়াই মোক্ষলাভের পথে।
আলোর এপিঠ-ওপিঠ ছেড়ে চলে আসি
বেলুন-ভুবন ঘিরে চলে শব্দনাচন
তুমুল-তোড়ে ভাঙে কবি-মদনমোহন।
মনোকোষ ভাঙে উদাস পথে
নিউরণে রমণ-রক্তহোলি...।
উপভোগের রাস্তা বেয়ে ক্রমাগত হাঁটি
সফল সঙ্গমকথা নিয়ে
মাটির মমতা জাগে সকরুণ।
জন্মমবীজ বুকে বেঁধে
এখান্তে পৃথিবী গড়ার স্বপ্ন।
পা বাড়াই মোক্ষলাভের পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন