বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

প্রেম ও চেতনা

                                    প্রেম ও চেতনা
                                        শেখর দেব

আমার সমগ্র চেতনা তোমার হাতে দিয়ে বলেছিলামঃ
রেখো সযতনে, অচেতন কাটিয়ে দেবো বুকের বিভায়।

ফুল দিলে, রঙিন বেশ
পাপড়ি খুলে ছড়িয়েছি তোমার দোদুল বুকে
সুগন্ধে নাক গুঁজে পেয়েছি সজিব সুখ।

বৃষ্টি দিলে, ছন্দ বেশ
চঞ্চল জল ছড়িয়েছি তোমার নরোম বন্ধুর পথে
সর্পিল বয়ে গেছি চপল চরাচরে।

প্রজাপতি দিলে, বর্ণিল বেশ
উড়ে গিয়ে ছুঁয়েছি তোমার নরোম রঙিন ঠোঁট
পাপড়ি ছোঁয়া সুখে কেঁপেছি মৃদু।

সুর দিলে, আকুলতা বেশ
কতো গানে তোমার কথা সুকুমার সুখে নাচে
অচেতন আনন্দে ভেসেছি বশীভূত বাতাসে।

চেতনা দিলে, কঠিন বেশ
বর্ণহীন হলো ফুল
বৃষ্টি হারালো ছন্দ
চঞ্চলতা হারালো প্রজাপতি
আকুলতা হারালো সুর
পৃথিবীর অমোঘ আকুতি দেখে ভুলেছি সব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন