মাটির আয়না
শেখর দেব
বিমূর্ত
মুহূর্তে সমুজ্জ্বল স্বপ্নগুলো
বৃষ্টির বৈভবে হারানোর আনন্দে
ঘরের ছালা হতে
গড়িয়ে বুদ্বুদ তোলে মাটিতে।
ভেসে যায় উজ্জ্বল আকাশ অনাবিল
মাটিতে আয়নার
প্রমাদে জাগে শূন্যের সার।
বিগত বিমূঢ়
বর্ষা ভাসায়নি তুমুল আবেগে
নিরবতার চাদরে
দুঃস্বপ্নের ওম
বানিয়েছি স্বপ্নের সংসার।
বৃষ্টি হলে
থরথর কাঁপে গাছ
গা বেয়ে নামে
সর্পিল সোহাগী জল
একদা বৃষ্টি
হয়ে ঝরেছিলাম প্রিয়ার দোদুল শরীরে
কপালে
গালে গালে
ঠোঁটে
চিবুকে
আর
বুকে বুকে
ম্রিয়মাণ মানুষ
ঝরে যায় সমস্ত চরাচরে
নাগরিক নয়নে
জাগে স্বপ্নের সুর
বৃষ্টির বিম্বে
নাচে মুগ্ধ মুখ
সোঁদা গন্ধে
ডুবে
ভেসে উঠি মাটির আয়নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন