রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

মেলাখেলার দেশে

মেলাখেলার দেশে

শেখর দেব

এতকাল কি তন্ত্রে নেচেছে পুতুল?
অবহেলার হাতুড়ি হজম করে হেসে
মেলাখেলার দেশে
ভেবেছি এ হল নীতির পথ!

ক্ষমতার পেটে লালিত হয়েছে  জ্যান্ত অজগর
যার শ্বাসটান বাতাসে বাতাসে ছড়িয়ে
আটষট্টি হাজার গ্রামে
পালিয়ে বেঁচেছি কতকাল, ক্ষুধা গেছে ঘুমে।

আজ রাস্তায় নেমেছে বেওয়ারিশ শিকারি
ক্ষমতার পেট হতে মুক্ত হয়ে অজগর
পাড়ি দিয়েছে দূর বনে
এখন খোঁয়াড়ে কাঁদে ক্ষমতা।

গভীর হতে ওঠে আসা নিঃশ্বাসে শান্তি।

মেলাখেলার দেশে সবাই এখন হাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন