মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

আমি আর নাই

আমি আর নাই

শেখর দেব

দৃশ্যের কুয়াশায় অবিরাম হুট-হাট নাগরিক পদচারণা
অবচেতন আদিম অবয়বে শুয়ে
হাঁটু-বুক জড়িয়ে শুনি কিন্নরের কান্না, মর্ত্যের গান
চলমান সুরের তানে বুঝে নেই অচেনা গল্প।

অচেনা কোন এক লিঙ্গ অচেনা এক যোনিতে
দিয়েছে জলের শরীর আমার; অচেনা কষ্টের
অবসানে চেনা যোনি ছুঁড়ে দিয়েছে নাগরিক ভিড়ে

অপরিচিত হাতে হেঁটে হেঁটে গিয়েছিলাম দুধেল বাড়ি
কিন্তু সোঁদা টানে সেই মাটিতেই এসেছি ফিরে
পড়ে আছি চেতন-অবচেতন
কোন এক স্বগতোক্তি নরোম মায়ের বুকে
'কার সোনা পড়ে আছে হায়!'

আমি হয়তো এখানে নয় অন্য কোথাও
আর নাই আমি।

বড়ই টানে
কতদিন শুনিনা কিন্নরের গান!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন