রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

রিক্তরথ

রিক্তরথ

শেখর দেব

প্রশস্ত বিলের দীঘল তালগাছ জানে
বাবুই বাসায় ঢিল ছুঁড়ে সুখ পেড়ে
সবুজ স্বপ্নের স্বপ্নারা
কাদাআল বেয়ে যেত ঝিলে
জলে জলে পানকৌড়িডুব-
ধানের সবুজ চোখ কেড়ে ফিরে ঘরে।

গোবর লেপা উঠোনে নামে বিকেল
দলে দলে চলে দলছুট
                        গোল্লাছুট...

সময়ের তুমুল-তাগিদ
স্বপ্নাদের দৌড়ায় নগর করাল ছাঁচে
ঝিল-বিকেল ভুলে
কংসের আসর জমে ওঠে বেশ, রমরমা
মথুরা পথে আসে না কোন কৃষ্ণ রথ!

বয়োভারে ন্যুব্জ তালগাছে
কোন বাবুই আর বাঁধে না সুখের নীড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন