রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

শিশির

শিশির

শেখর দেব

শিশির ভেজালো ভোর, বেশ! বাতাসের কাছে ক্ষমা প্রার্থনা করে রোদকে
ভালোবাসার স্বপ্নে বিভোর রেখেছে। বিশ্বরূপ দর্শন শেষে ভিক্ষে চেয়েছি
ফুরফুরে কিছু মেঘ; কুরুক্ষেত্রে সেসব মেঘ তীক্ষ্ণ ফলা হয়ে বর্ষিত হবে।

তাদের আদর বোঝনি বলে সমূহ প্রকৃতি প্রতিফলিত হয়েছে চোখের
ভাষায়। শিশিরের শব্দ কোনদিন শুনিনি; তবে কচুপাতা হতে গড়িয়ে
জলরাশির বিশদ বুকে 'টুপ' শব্দ তুলেছিল সেদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন