বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

সম্মোহন বিষ

সম্মোহন বিষ

শেখর দেব


কষ্টের নকশিতে মুখ লুকাবে বলে
পুঞ্জ পুঞ্জ মেঘের ভেলায় দিয়েছি ঘুম
সমূহ স্বপ্ন তালুতে পিষে

যে বটবৃক্ষের গায়ে তোমার লতানো ছাপ লেগে আছে
তার কথা ভাবলে না
ভাবলে না সেইসব জোনাকপোকার কথা
যারা দীনের ঝোপ-ঝাড় ও রাতের কাছে ঋণী

শয়তানের দোসর হবে বলে
মুহূর্তে তুড়ি দিলে অতীত সংলাপের
জল গড়াগড়ি, ভুলে গেছ সেই প্রবারনার চাঁদ

অদৃশ্য কিছু মেঘ এসে ফিকে পূর্ণিমায়
লতিয়ে ওঠে না সম্মোহন বিষ
বারবার অদৃশ্য এক সাঁকো ভেঙ্গে যেতে
                            চায় শয়তানের ইশারায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন