মাটি
শেখর দেব
মুক্ততার সাইনবোর্ডের আড়ালে
মহত্ত্ব বিকিয়ে গেছে জড়িত বলে
এখানে শুধু মা মাকড়শারা
বসে থাকে মৃত্যুর আমন্ত্রনে
সন্তানেরা চুষে খায়
ভালোবাসা, আবেগ ক্রন্দনের ভানে
মনোচেতনা বেড়েছে ঢের
সন্তানেরা বোমাবাজ
কতকাজ!
ছেলে মাকড়শারা মিছিল করে
মায়ের রক্তেভেজা মাটিগুলো
চেয়ে দেখে সন্তানের সন্তুষ্টি
সন্তানের স্বাধীনতা।
শেখর দেব
মুক্ততার সাইনবোর্ডের আড়ালে
মহত্ত্ব বিকিয়ে গেছে জড়িত বলে
এখানে শুধু মা মাকড়শারা
বসে থাকে মৃত্যুর আমন্ত্রনে
সন্তানেরা চুষে খায়
ভালোবাসা, আবেগ ক্রন্দনের ভানে
মনোচেতনা বেড়েছে ঢের
সন্তানেরা বোমাবাজ
কতকাজ!
ছেলে মাকড়শারা মিছিল করে
মায়ের রক্তেভেজা মাটিগুলো
চেয়ে দেখে সন্তানের সন্তুষ্টি
সন্তানের স্বাধীনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন