মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

বন্ধুতা

  বন্ধুতা

শেখর দেব


বিশ্রামের ছোঁয়ায় নিরব হয়ে আসে রাত্রি
সুগন্ধি ছড়ায় জ্বলন্ত ধুপকাটি
অজানার পথে জীবনের চলন্ত গাড়ি
পুড়ে ছাই আবেগের ধূসর ভস্ম হাতে
বুঝিনা বন্ধুতা কিছুই যা হৃদ্যতা।

বিশ্রামের বালিশে ঘুমায় সূর্য, ঝিমঝিম
ঘুমপাড়ানি গানেও আসে না ঘুম
সুপ্ততায় কমেনা জ্বলন্ত তেজ
অভিনয় শুধু কিছু মৌনতার স্বার্থে।

বন্ধুতার ঋণ হবে কি শোধ?
আবেগের মুনাফা পারিনা দিতে সব
উড়ে গেছে যা নীরব হাওয়ায়
জানকি বন্ধু আবেগ কতোটা সতীন বাস্তবতার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন