সোমবার, ১ অক্টোবর, ২০১২

শাটল ট্রেন

শাটল ট্রেন

শেখর দেব

হারনো সুর ভেসে আসে
বগির জানালায় পড়ে থাকা কোমল রোদে
বিলের পর বিল অতঃপর
গ্রামের পিঠ বেয়ে নামে নরোম বিকেল
দু'বেণীর কিশোরী কুড়ায় কিশোর রোদ
পশ্চিমের পাহাড় হাসে আবেশে।

ক্লান্তির চোখ বুজে এলে
পতেঙ্গার পাথর ও পাথারে নামে শীতল হওয়া
মোহন বাতাসে কুড়াই অব্যেক্ত প্রেমের ঝিনুক।

রেল লাইন ছুটে যায় দুরে-পাশাপাশি
শহরের কোলাহল ক্রমশ গিলে খায় গ্রাম
রোদ ফিকে হয়ে এলে
নেমে পড়ি ইটের ইমারতে
ফেলে আসি কিছু গ্রাম
                                   অজানা প্রেম
                                    গভীর স্বপ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন