মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

পিতা ও পৃথিবী



পিতা ও পৃথিবী

শেখর দেব

সপ্নের চূড়ায় ঝরে ফুল, ক্রমশ ছুঁলো মাটি । বেলা যায় দৃশ্যত

স্থির চিত্রে । অবজ্ঞার মালা পরিয়ে কেমন চুপঃ ভাবো মায়াহীন

আকাশ । বাতাসের কোন গন্ধ নেই । তীক্ষ্ণ বুকে বিভোর

আকাশ নীল । লুকানো আদর ছোঁব বলে কতবার দিয়েছি

ডুব। মাকে মনে পড়েছে, সন্তান হয়েছি ভালো প্রেমিকা নয় ।



কতোটা মেঘ জমা হলে মুছে যায় নীল । নরম বুকে সমস্তই

জমিয়ে কেঁপেছি পৃথিবী । নাভিমূলে পৃথিবী গড়ে দিব বলে

ঝর্না হলাম কতোবার । লাঠি দিয়েই মাটির দাবী নিতে হয়

বোঝেনি বসুমতি । কতো জলে তুমি কোমল, চৌচির হৃদয়

পিতা হবার স্বপ্ন নিয়ে একবার মা ভেবেছিলাম তোমায় ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন