নিখুঁত আঁধার
শেখর দেব
রাতের নিপুণ আঁধার হাতে
রচনা করেছি কিছু স্বপ্ন আর
প্রার্থিত পরিখা
সুরের অন্তরে যুদ্ধের মন
প্রাচীন আলোয় ওঠে মেতে
উদাস মুদ্রায় লাগে পুরনো প্রণয়।
রচনা করেছি কিছু স্বপ্ন আর
প্রার্থিত পরিখা
সুরের অন্তরে যুদ্ধের মন
প্রাচীন আলোয় ওঠে মেতে
উদাস মুদ্রায় লাগে পুরনো প্রণয়।
তোমার বিছানা করে আকুলি বিকুলি
আসন্ন আগুনে মাতাল পাখি
হঠাৎ ফিরে যায় সুলভ সুন্দরে
যেখানে ছিল অসীম আশ্রয় আর
তরমুজ রাঙা মায়াবী মোহের শরীর।
আসন্ন আগুনে মাতাল পাখি
হঠাৎ ফিরে যায় সুলভ সুন্দরে
যেখানে ছিল অসীম আশ্রয় আর
তরমুজ রাঙা মায়াবী মোহের শরীর।
কপালে নিখুঁত সিঁদুর নিয়ে
রমনের তরে রাধা হয়ে
নিষিদ্ধ ব্যথা আর দিও না বুকে
ছেড়ে দাও তিল তিল পোড়া
আগুনের ফানুস।
রমনের তরে রাধা হয়ে
নিষিদ্ধ ব্যথা আর দিও না বুকে
ছেড়ে দাও তিল তিল পোড়া
আগুনের ফানুস।
হয়তোবা ছাই হয়ে বিরহী রাতে
উড়ে এসে দিয়ে যাবো নিখুঁত আঁধার।
উড়ে এসে দিয়ে যাবো নিখুঁত আঁধার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন