সোমবার, ২৩ জুন, ২০১৪

শাঁখ (প্রথম সংখ্যা)

Book-01
শেকড়ের সঞ্জিবনী স্লোগান বুকে ধারণ প্রকাশিত হলো ‘শাঁখ’-এর সূচনা সংখ্যা। সাড়ে ছয় ফর্মার এ লিটলম্যাগ উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই লেখক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়কে। প্রবন্ধ লিখেছেনÑ সাজিদুল হক, নাজমুল হুদা মজুমদার, শাহিদ হাসান, সাগর শর্মা, অনুপম চৌধুরী, শেখর দেব, অপরাজিত ফেরদৌস। কবিতা লিখেছেনÑ রিজোয়ান মাহমুদ, হাফিজ রশিদ খান, সাজিদুল হক, শাহিদ হাসান, আরণ্যক টিটো, আলী প্রয়াস, মনজুর কাদের, মনিরুল মনির, পিয়াস মজিদ, সেলিম রেজা, জিয়াবুল ইবন, রইস মুকুল, আনিফ রুবেদ, আজিজ কাজল, নিলয় রফিক, শঙ্খচূড় ইমাম, অরবিন্দ চক্রবর্তী, অয়ন আয়শ, শিকদার ওয়ালিউজ্জামান, রতœদীপা দে ঘোষ, মাসুদ খান, রহমান হেনরী, কচি রেজা প্রমুখ। গুচ্ছকবিতা লিখেছেনÑ খালেদ মাহবুব মোর্শেদ, চন্দন চৌধুরী, অনুপম চৌধুরী, ইয়াসিন আরাফাত, শেখর দেব। সোপী হান্নাহর কবিতা অনুবাদ করেছেন শেখর দেব। ৩৫টি রুবাইয়াৎ লিখেছেন শামসুল আরেফীন।
সদ্য প্রয়াত দুই সাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে মূল্যায়নধর্মী ও স্মৃতিচারণমূলক গদ্য লিখেছেনÑ শিশির শতাব্দী ও জয়তী বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র নিয়ে লিখেছেনÑ ইয়াসিন আরাফাত ও শেখর দেব। অনুগল্প লিখেছেনÑ জাহেদ মোতালেব, নির্ঝর নৈঃশব্দ্য, রহমান জর্জি। গল্প লিখেছেনÑ শোয়ায়েব মুহামদ, পিন্টু রহমান, ফরিদ উদ্দিন মোহাম্মদ।
শাঁখ, সম্পাদক : শেখর দেব, প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য, প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৩, মূল্য : ৪০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন