বুধবার, ১৮ জুন, ২০১৪

বোটার বিবরণ


শেখর দেব



ভোরের পাতারা

অবাধ্য ভোরের আলোয় কেউ নেই
শুকনো পাতারা ওড়ে বাতাসে
নির্লিপ্ত চোখ খুঁজে ফেরে অসমাপ্ত স্মৃতি।

বিগত রাতের কাছে রেখে আসি নিবিড় প্রেম
চোখের দ্বিধায় কাটে কিছুকাল
অতঃপর ঝাপসা হয়ে আসে চোখ
এপারে ওপারে হাহাকার
পাতারা জানে না কে আপন কে কার।

বিকেলের পাতারা

রোদের প্রতাপে হাসে আসন্ন বিকেল
রাতুল আলোয় খেলে পাতার মনন
ইথার ব্যথায় জাগে আয়নার চোখ
বহতা বায়ুর তানে যুবতি পাতারা।

হারানো ব্যথা নিয়ে ঝরে যায় কেউ
বাতাসের কাছে আছে মমতার ঢেউ।

গোধূলির ব্যথা নিয়ে কথা হয় কিছু
ভুল পাখি উড়ে যায় ছুটে যায় পিছু।

বেদনার রঙে ডুবে যায় বিকেলের সুর
অচেনার ছায়াতলে বর্ণিল হাওয়া দোলে
পথ ভোলে পাখি শাখায় শাখায়
বাসা খোঁজে মন বুঝে পাতায় পাতায়।

রাতের পাতারা

তোমার কপোলে নামে অনিবার্য রাত
জোনাকির স্রোতে হারানো প্রজাপতিরা
আঁধারের কাছে রেখে যায় পরাজিত সুখ।

পাতাদের কালো শরীরে
জমে থাকে সবুজের মোহ আর জোছনার ঘ্রাণ।
হলুদ বেদনারা নিরবতার ভেতর
বাতাসে রেখে আসে বোটার বিবরণ।


শেখর দেব
ভোরের পাতারা
অবাধ্য ভোরের আলোয় কেউ নেই
শুকনো পাতারা ওড়ে বাতাসে
নির্লিপ্ত চোখ খুঁজে ফেরে অসমাপ্ত স্মৃতি।
বিগত রাতের কাছে রেখে আসি নিবিড় প্রেম
চোখের দ্বিধায় কাটে কিছুকাল
অতঃপর ঝাপসা হয়ে আসে চোখ
এপারে ওপারে হাহাকার
পাতারা জানে না কে আপন কে কার।
বিকেলের পাতারা
রোদের প্রতাপে হাসে আসন্ন বিকেল
রাতুল আলোয় খেলে পাতার মনন
ইথার ব্যথায় জাগে আয়নার চোখ
বহতা বায়ুর তানে যুবতি পাতারা।
হারানো ব্যথা নিয়ে ঝরে যায় কেউ
বাতাসের কাছে আছে মমতার ঢেউ।
গোধূলির ব্যথা নিয়ে কথা হয় কিছু
ভুল পাখি উড়ে যায় ছুটে যায় পিছু।
বেদনার রঙে ডুবে যায় বিকেলের সুর
অচেনার ছায়াতলে বর্ণিল হাওয়া দোলে
পথ ভোলে পাখি শাখায় শাখায়
বাসা খোঁজে মন বুঝে পাতায় পাতায়।
রাতের পাতারা
তোমার কপোলে নামে অনিবার্য রাত
জোনাকির স্রোতে হারানো প্রজাপতিরা
আঁধারের কাছে রেখে যায় পরাজিত সুখ।
পাতাদের কালো শরীরে
জমে থাকে সবুজের মোহ আর জোছনার ঘ্রাণ।
হলুদ বেদনারা নিরবতার ভেতর
বাতাসে রেখে আসে বোটার বিবরণ।
- See more at: http://www.rnews24.com/art-literature/2014/06/18/23914#sthash.ZJkvMoG2.dpuf
শেখর দেব
প্রকাশ : ১৮ জুন, ২০১৪ ১২:০০:৩৯
ভোরের পাতারা
অবাধ্য ভোরের আলোয় কেউ নেই
শুকনো পাতারা ওড়ে বাতাসে
নির্লিপ্ত চোখ খুঁজে ফেরে অসমাপ্ত স্মৃতি।
বিগত রাতের কাছে রেখে আসি নিবিড় প্রেম
চোখের দ্বিধায় কাটে কিছুকাল
অতঃপর ঝাপসা হয়ে আসে চোখ
এপারে ওপারে হাহাকার
পাতারা জানে না কে আপন কে কার।
বিকেলের পাতারা
রোদের প্রতাপে হাসে আসন্ন বিকেল
রাতুল আলোয় খেলে পাতার মনন
ইথার ব্যথায় জাগে আয়নার চোখ
বহতা বায়ুর তানে যুবতি পাতারা।
হারানো ব্যথা নিয়ে ঝরে যায় কেউ
বাতাসের কাছে আছে মমতার ঢেউ।
গোধূলির ব্যথা নিয়ে কথা হয় কিছু
ভুল পাখি উড়ে যায় ছুটে যায় পিছু।
বেদনার রঙে ডুবে যায় বিকেলের সুর
অচেনার ছায়াতলে বর্ণিল হাওয়া দোলে
পথ ভোলে পাখি শাখায় শাখায়
বাসা খোঁজে মন বুঝে পাতায় পাতায়।
রাতের পাতারা
তোমার কপোলে নামে অনিবার্য রাত
জোনাকির স্রোতে হারানো প্রজাপতিরা
আঁধারের কাছে রেখে যায় পরাজিত সুখ।
পাতাদের কালো শরীরে
জমে থাকে সবুজের মোহ আর জোছনার ঘ্রাণ।
হলুদ বেদনারা নিরবতার ভেতর
বাতাসে রেখে আসে বোটার বিবরণ।
- See more at: http://www.rnews24.com/art-literature/2014/06/18/23914#sthash.ZJkvMoG2.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন