সোমবার, ১ এপ্রিল, ২০১৩

এটি কবিতা নয় শান্তি

এটি কবিতা নয় শান্তি

কিছু কথা একদম কবিতা হয় না
অথবা কিছু খুব কবিতা
মোক্ষলাভের একটি ব্যাপার নিয়ে হয় না কবিতা
তখন নির্বাণের কথা বলে দেখি কি হয়
কোন কিছুতে ফিদা হবার অমোঘ ঘটনা ফাঁস করে দিলে
কবিতা হয়ে যাবে
আজকাল নিজেকে বড়ো বেশি কবিতা কবিতা মনে হয়
জাগতিক স্রোতের প্রতিকূলে হেঁটে লাগে বেশ
তোমাকে বোঝার চেষ্টা কবিতার থিসিস
অর্থহীন তুমি ঘোর মায়াময় গুহা
গুহার ভেতরে কবিতা নয় বরং মদের দেহ দরিয়া
মোক্ষলাভ বা নির্বাণ কোনটাই হবে না বাকি জীবনে
হতে পারে কবিতা - কবিতা জীবন অথবা জীবন কবিতা
কোন কিছুই কবিতা মনে হয় না
অথবা সবকিছুই কবিতা
মানুষ কবিতা নয় বড়ো বেশি শান্তি খোঁজে
এটি কবিতা নয় শান্তি
ওঁ শান্তি শান্তি শান্তি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন