সোমবার, ১ এপ্রিল, ২০১৩

শুকানো শিহরণ

শুকানো শিহরণ

শিউলি ফুলের আবেগ পকেটে রেখে এসেছি মুগ্ধতালয়ে
ইঙ্গিত-কলা বোঝাবার ভাষা বোঝনি তেমন
হিসেবের খাতায় এঁকেছি ব্যর্থতার ফুল
পকেটেই শুকালো শিউলি
বেলা যেতে যেতে উঁকি দেয় বাড়ন্ত বুক - শিহরণ জ্বালা
তবু ছিলাম কাছে তার গাঁথা হলো না কোন মালা।

এতদিন পর কেন তবে ডাকো
শিউলি আর ফোটেনা তেমন
পকেটে নীরবে শুকালো যৌবন...

এখন কেন কথার ঝুড়ি উছলে ওঠে বুকের বাঁকে
ঠোঁটের মায়া নিয়ে গেছে অন্য বুকের কোমল গানে
ডেকোনা আর নষ্ট নীড়ের সুখের মোড়ে
আছিতো বেশ প্রিয়ার বুকে কারণে বা অকারণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন