সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

অনুবাদ কবিতা : শ্যারন ল্যামপার্ট-এর কবিতা






শ্যারন ল্যামপার্ট-এর কবিতা

সমগ্র দিবস একটি নতুন গানের


অনুবাদ : শেখর দেব
সমগ্র দিবস একটি নতুন গানের শ্যারন ল্যামপার্ট-এর কবিতা
অসম্ভব

বিষাক্ত দূষিত কিছু নিঃশ্বাসে টেনে নেয়া ছাড়া
বাতাসে বাঁচা অসম্ভব।

বিচিত্র রাসায়নিক আর ফরমালিন না খেলে
পুষ্টিকর খাবার গলাধঃকরণ অসম্ভব।

প্রিয়ার মানসিক জটিলতায় সজোরে ঝাঁকুনি না দিলে
ভালোবাসার সম্পর্ক টিকানো অসম্ভব।

এবং এটাও অসম্ভব শ্বাস-প্রশ্বাস, খাবার ও ভালোবাসাহীন।


অবিরাম সূর্যোদয়

সোনালি রোদের স্রোত
ঢুকে পড়ে জানালার নিচে

অবিরাম নিদ্রারত কেউ
কোন নতুন সূচনায় ওঠে জেগে

সূর্যোদয় শোভা উপভোগে
আলোর বিস্ফোরণে জেগে ওঠে স্বাপ্নিক

সূর্যালোকিত আকাশের উপরে
একটি পৃথিবীর পূর্বাভাস।

যা এখনো সৃষ্টি হয় নি।


মনের মানুষ

সমস্ত দিন আর সমস্ত রাতের ভালোবাসা আমার

প্রবল আবেগী ও দৃঢ় প্রিয় আমার, সমস্ত রাত্রির
মাঝে উপভোগ করি আবেগপ্রবণ, আত্মিক
এবং দৈহিক অস্থিত্ব; অনুভব করি
তার পৌরুষের উদারতা ও তীব্রতা।

সমগ্র রাতের ভেতর প্রিয় দৃঢ় বাহুবন্ধনে
ধরে রাখে: উষ্ণ, কচি ও ফুটফুটে শিশুসুলভ আমি
সব সময় বুঝি কোথায় আছি, অনন্ত আজীবন নিশ্চয়তায়।

প্রিয়ার ছোঁয়া দির্ঘস্থায়ী হয়,
সমগ্র রাত আরামের ঘুমে
ভালোবাসা বহমান
সুন্দর স্বপ্নের প্রণয়ে।

ভোরে প্রিয়ার নরম চুমুতে উঠি জেগে,
হৃদয় সকালের কুয়াশায় অবিকল ভাসে,
পূর্ণ হয়েছে প্রেমের প্রতিশ্রুতি আমার।
সমগ্র দিবস একটি নতুন গানের
সুরের গুঞ্জনে থাকে হৃদয় আমার।


কাব্যবৃক্ষ

কলমের প্রয়োজন কালি
কাগজের যেমন কলম
কাগজের প্রয়োজন কবিতা
কবিতার যেমন কবি
কবির প্রয়োজন ধ্যান
ধ্যানের যেমন কবি
কবির প্রয়োজন স্বর্গীয় প্রেরণা
স্বর্গীয় প্রেরণার ঐশ্বরিক হস্তক্ষেপ প্রয়োজন
ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজন ঐশ্বরিক করুণা
ঐশ্বরিক করুণার যেমন অমরত্ব
অমরত্বের  প্রয়োজন অনন্তকালের
অনন্তকালের প্রয়োজন অজস্র কবিতার পাঠক


সমাপিকা

দিনগুলো বাঁচে এবং মরে।
সূর্য ওঠে আর ডোবে।
ফুল ফোটে আর বিবর্ণ হয়।
ফল পাকে এবং নষ্ট হয়।
আইসক্রিম জমে এবং গলে।
মোমবাতি আলোকপাত করে এবং আনে আঁধার।
শক্তি উৎপন্ন হয় এবং হ্রাস পায়।
টাকা বানাই আর ব্যয় হয়।
সময় ব্যবহৃত ও ব্যয়িত হয়।
ভালোবাসা পোড়ায় শাশ্বত এবং অনুরাগ ক্ষীণ হয়।
জীবন চলে নিঃশ্বাসে এবং অবশেষে রুদ্ধশ্বাস।


একুশ শতকের সফলতা

ভূমিষ্ট হউন।
হয়ে উঠুন শিক্ষিত।
নিজের কাজে রাখুন ভালোবাসা।
নিজের জন্য রাখুন অর্থপূর্ণ অবদান,
পরিবার এবং মানবতার জন্যেও।
প্রিয়ার সাথে মিলিত হউন রতিসুখে।
সময় বের করুণ মজাদার ও ব্যঙ্গার্থক কিছু পড়ার।
পর্যাপ্ত অর্থ জমা করুণ জনপ্রিয় স্থান পরিদর্শনের,
পৃথিবীর চমৎকার ও শান্তিপূর্ণ  জায়গাগুলো।
সুন্দর সাহিত্যে ডুবে থাকুন, সুন্দর গানে থাকুন মজে,
ভালো শিল্পকলা দেখুন, ভালো ছবি দেখুন,
খেলুন মজার সব খেলা, নাচুন সন্ধ্যা পর্যন্ত,
পৃথিবীর মজাদার রান্নার নিন স্বাদ -
ধীরে ধীরে খান, প্রতি গ্রাসে নিন আনন্দ এবং থাকুন সুষম আকারে।
সাহসিক কোন পরিকল্পনায় রাখুন দৃঢ়তা।
উপভোগ করুণ প্রিয়ার নিঃশর্ত ভালোবাসা।
প্রথমে নিজে হউন নিজের সর্বোত্তম বন্ধু, ভালোবাসুন সম্পূর্ণ
উদ্দামতায়, কাউকে আপনার অর্থ দান করে দিন
ভালোবাসুন তাকে যে ভালোবাসা ফিরিয়ে দেবে।
ঘুমের মাঝে হারিয়ে যান।

[কবি শ্যারন ল্যামপার্ট আমেরিকার নিউইয়র্ক-এ বাস করেন। তার পুরো নাম শ্যারন ইসথার ল্যামপার্ট। তিনি একাধারে কবি, দার্শনিক ও শিক্ষক।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন