রাহুশনিময়
নতুন জীবনের কথা শুনেছি কতো
রহস্যের ধারাপাতে
জন্মাবধি দৈহিক সুখে লেগেছে শনি
কিংবা রাহুর রাত্রি
অথবা
দুইয়ের মিলনে হয়েছে শুভাশুভ সব ভণ্ডুল
ছোটবেলায় ছাগশিশুর বদলে
শনির কাছে ভিক্ষে চেয়েছে অনন্ত উজ্জ্বল ভবিষ্যত
তীব্র কাঁপন দিয়ে জ্বর এলে
মাকে দেখেছি দিশেহারা
মনের মানসে।
সেদিন মশার পিঠে চড়ে এলো রাহু
শনিসমেত শুরু হলো তাণ্ডব
মা কালি তার লকলকে জিবে চেটে নিবে সব...
সেদিন জোড়া কবুতরের বিনিময়ে
মা ভিক্ষে নিয়ে এলো
নতুন জীবন।
অদৃশ্য শূন্যতায় চলে রাহুশনিময় সংসার
এসবের কিছুই বুঝিনা সাংসারিক কারবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন