সোমবার, ১ এপ্রিল, ২০১৩

নিস্বার্থ প্রয়াস

নিস্বার্থ প্রয়াস

কতোটা রিক্ত করে তোমাকে দিলে
মন
বলবে করেছি কিছু তবে
প্রাধান্যের মাত্রা কতোটা গভীর হলে
একবার
বলবে তবে করেছি
হাতের মুঠোয় গুচ্ছ গুচ্ছ স্বপ্ন নিয়ে
যেই তোমাকে দেখাই
বায়বীয় হয় সমস্ত প্রয়াস।

স্বার্থের  সুতো তোমার হাতে দিয়ে
বলেছি:
বড়ো বেশি তুমি আমার
আলিঙ্গনের ভেতর
ফুলের মতো ফুটে থাকা নরোম যুগলে
ঠোঁটের নিস্বার্থ প্রয়াসে তুমি আন্দোলিত হলে
নিবিড় নীরবতায় খুঁজে পাও অনিন্দ্য আমেজ
বলো: ভালোবাসি ভালোবাসি প্রাণনাথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন