ঘুমকাব্য
ভোর হলেই ঘুম ভাঙানোর অপেক্ষায় শুয়ে থাকো অনাবিল আনন্দের ভেতর
বালিশের অবিকল একটা স্বপ্ন মাথায় গুঁজে নড়ে চড়ে ওঠো
হাসির বিস্তার ঘটে নীরবে - জেগে জেগে চুষে নাও স্বপ্নের মধু।
তোমার দেহে জাগরণের সৌরভ নেবো বলে একবার
ঘুম ভাঙনিয়া পাখি স্বপ্ন চুরি করে পালালো
সমূহ সমর্পন জ্বালা নিয়ে শেষে
খুঁজেছো ঘুমের আমোদ বালিশে বালিশে অবিরাম
এখন সারারাত জেগে জেগে কাটে - ঘুম আসে ভোরে শিশিরের অবিকল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন