পরিষ্কার আঁধার
আঁধার মানে আলোর চেয়ে বেশি কিছু
আলোকিত চারপাশ - পরিষ্কার নয় সবকিছু
আঁধারে হারানো হলো অদৃশ্য আলোর ভেতর ডুবে যাওয়া
দৃশ্যমান দুনিয়ায় কতোটা ধরে চোখে
আঁধারে যতোটা ধরে অফুরান
তার ভেতর অনাবিল সুন্দর - পরিষ্কার আঁধার
আঁধারে যতো আনন্দ তার কিছুই নেই আলোতে
চলো আঁধারে বাধিঁবো ঘর - আঁধারে আদর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন