শান্তি শোভাময়
• শেখর দেব
মনের অনিশ্চিত উতলজলে ভাসালে খেলার ভেলা। জলের গভীরে হারালে কে
তোমায় দেখাবে সৌন্দর্যের শোভা। তুমি যদি চাও হৃদয় নিংড়ে বানিয়ে দেব সঞ্জীবনী শুধা।
ভালোবাসার স্কুলে তোমার একলব্য হয়ে দিতে পারি আঙুলের বদলে হৃদয়-দক্ষিণা।
আঙুল-জাদুর তুষ্টি নিয়ে বাতাসে ছেড়ে দিতে পারবে নির্বাণের নিঃশ্বাস।
কথার ছুঁতো ঝলঝলে করে কষ্ট নিও না মনে। অপার আকাশের নিচে সুখের নিঃশ্বাস নিয়ে
চলে যেতে পারো বিস্তৃত সবুজের ভেতর। খুঁজে পাবে শান্তির সুরায় আকাশ কীভাবে
থাকে নির্মল মেঘহীন। বৃক্ষের বোধ না বুঝে বোধির পাবে না সন্ধান। জানো-সেদিন
বোধিবৃক্ষের নিচে পেয়েছিলাম ভালোবাসার নির্বাণ। শান্তি শান্তি শান্তি শোভাময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন