বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

ধৃতরাষ্ট্রের দেশে ][ শেখর দেব

http://saatdin.blogspot.com/p/blog-page_3087.html

রক্ত পোড়ার ঝাঁঝালো ঘ্রাণ আর
দেহের বিৰত মাংসের সমান হিংস্র সভ্যতা!
মানুষ কবে মানুষ হবে মধ্যপ্রাচ্যের গুহায়?
পবিত্র শিশুর বাগানে যে ঢালে আগুনের লাভা
সে কী মানুষ হবে না?
পিলে চমকানো যে ছবি ফোটে বোমার হুঙ্কারে
তাতে ধৃতরাষ্ট্রদের চোখের ঠুলি কখনো যাবে না খুলে
মানুষ জাগো
জেগে ওঠো আলো হয়ে অন্ধ রাজাদের চোখে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন