কবি কবিতার উঠোনে লেপেন শিউলি ঝরা সকালের মোহনীয় শিশির বিন্দু। যার পরতে পরতে লুকিয়ে থাকে বাড়ন্ত বেলার কোমল সব অনুভূতি। এবং শব্দের ঝংকারে নিজেকে বেঁধে আয়োজন সারেন প্রাত্যহিক কর্মের। যা মেদহীন শব্দের মোহন জালে দোলা দিয়ে যায় পাঠক হৃদয়। শেকড়ের ঘ্রাণ অথবা দেখা-অদেখার হাজারো মিশেলে তৈরী করেন কবিতার শরীর। কবিতা কী এবং কেন কবিতা, এ প্রশ্ন যেমন চিরকাল জর্জরিত তেমনি প্রতিনিয়ত চলছে কবিতা চর্চা। থেমে যাওয়া কিংবা থেমে গেছে এ নিয়ে অনেককাল আগ থেকেও নানারকম জিজ্ঞাসা প্রতিনিয়ত উঁকি দিচ্ছে আমাদের মাঝে। একজন কবি চোখের দেখা ঘ্রাণ নিয়ে পথ চলে অবিরাম যার নাড়িভূড়ি ঘেটে ঐতিহ্যের মিশেলে তৈরী করেন নানান সব শব্দের জাদুকরি মুগ্ধতা। কবির চিন্তনের সীমারেখা বেশ সুন্দর ও সাবলীল যার রেশে হেঁটে পার করা যায় বেশ সময়। কবি শেখর দেব তেমনি একজন কবি। কবির রয়েছে ২টি কবিতাগ্রন্থ প্রত্নচর্চার পাঠশালা (২০১৪) ও বাঞ্ছাকল্পতরু (২০১৬)। এবং বর্তমানে ‘সবুজ আড্ডায়’ ও ‘শাঁখ’ লিটল ম্যাগ সম্পদনার সাথে যুক্ত। কবিতা বিষয়ক কিছু প্রশ্নের উত্তর নিয়ে আর্থনিউজ২৪ এর সাথে কথা বলেছেন কবি শেখর দেব ।
আর্থনিউজ২৪ : কেন কবিতা লিখেন?
শেখর : লেখার তাগিদ কাজ করে মনের ভেতর। এই তাগিদ হতে কবিতার শরীর দাঁড়িয়ে যায় কারণ কবিতায় তা প্রকাশ করতে পারি সবচেয়ে বেশি, অন্যান্য সাহিত্য মাধ্যমের চেয়ে।
শেখর : লেখার তাগিদ কাজ করে মনের ভেতর। এই তাগিদ হতে কবিতার শরীর দাঁড়িয়ে যায় কারণ কবিতায় তা প্রকাশ করতে পারি সবচেয়ে বেশি, অন্যান্য সাহিত্য মাধ্যমের চেয়ে।
আর্থনিউজ২৪ : কবিতা কী সবার জন্য, যদি সবার জন্য না হয়, তাহলে সবার জন্য নয় কেন?
শেখর : সাহিত্য সবার জন্য। ঠিক কবিতাও। তবে কবিতা সাহিত্যের উচ্চ মার্গীয় শিল্প মাধ্যম বলে সবাই কবিতার সাথে কমিউনিকেট করতে পারে না। তাই কবিতা শেষ পর্যন্ত সবার হতে পারে না। কমিউনিকেট করতে না পারাটা মূলত কবিতার সীমাবদ্ধতার চেয়ে পাঠকের সীমাবদ্ধতাই বেশি। কবিতার পাঠক কখনো বেশি ছিল না। জ্ঞানের উচ্চতম ও নন্দনের শুদ্ধতম প্রকাশে সবাই অংশগ্রহণ করতে পারে না।
শেখর : সাহিত্য সবার জন্য। ঠিক কবিতাও। তবে কবিতা সাহিত্যের উচ্চ মার্গীয় শিল্প মাধ্যম বলে সবাই কবিতার সাথে কমিউনিকেট করতে পারে না। তাই কবিতা শেষ পর্যন্ত সবার হতে পারে না। কমিউনিকেট করতে না পারাটা মূলত কবিতার সীমাবদ্ধতার চেয়ে পাঠকের সীমাবদ্ধতাই বেশি। কবিতার পাঠক কখনো বেশি ছিল না। জ্ঞানের উচ্চতম ও নন্দনের শুদ্ধতম প্রকাশে সবাই অংশগ্রহণ করতে পারে না।
শেখর : সাম্প্রতিক সময়ে কবিতা দুর্বেধ্য এমনটা নয়। কখনো কবিতা সুবেধ্য ছিল না। কবিতা মানুষের ভাবনাকে উস্কে দেয়। ভাবনার ভুবনে ডুবাতে চায়। যারা এই ভুবনে ডুবতে নারাজ তারাই কবিতা দুর্ভেদ্য বলে। তবে বর্তমান সময়ে কিছু কিছু কবিরা কবিতাকে কবিতা করার অপারগতার কারণে দুর্ভেদ্য করে তুলছেন। এ দায় কবিদের।
আর্থনিউজ২৪ : সাম্প্রতিক তরুণ কবি ও অগ্রজ কবিদের মধ্যে কি রকম কবিতা-পার্থক্য লক্ষ্য করেন?
শেখর : প্রজন্ম হতে প্রজন্মান্তরে কবিতার ভাষা বা বয়ান ভঙ্গির পরিবর্তন লক্ষ করা যায়। অগ্রজ কবিরা যেভাবে বলে এসেছেন তরুণ কবিরা চায় অন্যভাবে বলতে। অন্যভাবে নিজেকে দাঁড় করাতে। এ জন্য কবিতায় বিষয়, শব্দ ব্যবহারগত পরিবর্তন দৃশ্যমান হয়ে ওঠে।
শেখর : প্রজন্ম হতে প্রজন্মান্তরে কবিতার ভাষা বা বয়ান ভঙ্গির পরিবর্তন লক্ষ করা যায়। অগ্রজ কবিরা যেভাবে বলে এসেছেন তরুণ কবিরা চায় অন্যভাবে বলতে। অন্যভাবে নিজেকে দাঁড় করাতে। এ জন্য কবিতায় বিষয়, শব্দ ব্যবহারগত পরিবর্তন দৃশ্যমান হয়ে ওঠে।
আর্থনিউজ২৪ : বর্তমানে যে গদ্যকবিতা লিখা হয়, এ বিষয়কে আপনি কিভাবে দেখছেন?
শেখর : গদ্য কবিতা অনেক আগে থেকে লেখা হচ্ছে। রবীন্দ্রনাথের “লিপিকা” কাব্যটি গদ্যে লেখা। কবিতা প্রকাশের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন ফর্ম তৈরি হয়। প্রচলিত ছন্দের বাইরে এসে গদ্যে কবিতা লেখার জন্য কবিতার বিভিন্ন বিষয় (ব্যকরণগত, প্রকাশগত) ভালো করে রপ্ত থাকা চাই। গদ্য কবিতাকে ছন্দহীন মনে করা উচিত নয়। এ ব্যাপারে রবীন্দ্রনাথ সুন্দর বলেছিলেন, “নৃত্যরত রমণী ছন্দ আর হেঁটে যাওয়া রমনীর ছন্দ আলাদা” তাই ছন্দহীন কবিতা হয় না। গদ্য কবিতার ছন্দ সেই হেঁটে যাওয়া রমণীর ছন্দের মতো।
শেখর : গদ্য কবিতা অনেক আগে থেকে লেখা হচ্ছে। রবীন্দ্রনাথের “লিপিকা” কাব্যটি গদ্যে লেখা। কবিতা প্রকাশের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন ফর্ম তৈরি হয়। প্রচলিত ছন্দের বাইরে এসে গদ্যে কবিতা লেখার জন্য কবিতার বিভিন্ন বিষয় (ব্যকরণগত, প্রকাশগত) ভালো করে রপ্ত থাকা চাই। গদ্য কবিতাকে ছন্দহীন মনে করা উচিত নয়। এ ব্যাপারে রবীন্দ্রনাথ সুন্দর বলেছিলেন, “নৃত্যরত রমণী ছন্দ আর হেঁটে যাওয়া রমনীর ছন্দ আলাদা” তাই ছন্দহীন কবিতা হয় না। গদ্য কবিতার ছন্দ সেই হেঁটে যাওয়া রমণীর ছন্দের মতো।
আর্থনিউজ২৪ : কবির ক্ষেত্রে কখন কবিতার বই করার উত্তম বলে মনে করেন?
শেখর : যখন কবি মনে করেন তাঁর কবিতার বই করা উচিত।
শেখর : যখন কবি মনে করেন তাঁর কবিতার বই করা উচিত।
আর্থনিউজ২৪ : সাম্প্রতিক কবিতা সম্পর্কে কিছু বলুন।
শেখর : সাম্প্রতিক কবিতা বলতে কি এই সময়ে লেখা কবিতাকে বোঝানো হয়েছে? যদি তাই হয়, তাইলে বলতে হয় সাম্প্রতিক কবিতা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।
শেখর : সাম্প্রতিক কবিতা বলতে কি এই সময়ে লেখা কবিতাকে বোঝানো হয়েছে? যদি তাই হয়, তাইলে বলতে হয় সাম্প্রতিক কবিতা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।
আর্থনিউজ২৪ : কবিতায় যে উত্তর-আধুনিক ফর্ম, এই বিষয়কে কিভাবে মূল্যায়ন করবেন?
শেখর : উওর আধুনিকতা হলো কবিতা বিষয়ক চিন্তা ও চেতনা, কবিতার দর্শনও বলা চলে। এটা কোন ফর্ম না হলেও উত্তর আধুনিক কবিতার একটি ফর্ম আপাত দাঁড়িয়ে গেছে বলে আমার ধারনা। বিষয়গত দিক হতে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মাটিলগ্ন মানুষের সুর, লোকাচার, মিথ, পুরাণ ও ছন্দগত দিক হতে প্রচলিত ছন্দ হতে বেরিয়ে এসে কথন স্পন্দের প্রতি জোর কবিতাকে একটি ফর্ম দিয়েছে বৈকি।
শেখর : উওর আধুনিকতা হলো কবিতা বিষয়ক চিন্তা ও চেতনা, কবিতার দর্শনও বলা চলে। এটা কোন ফর্ম না হলেও উত্তর আধুনিক কবিতার একটি ফর্ম আপাত দাঁড়িয়ে গেছে বলে আমার ধারনা। বিষয়গত দিক হতে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মাটিলগ্ন মানুষের সুর, লোকাচার, মিথ, পুরাণ ও ছন্দগত দিক হতে প্রচলিত ছন্দ হতে বেরিয়ে এসে কথন স্পন্দের প্রতি জোর কবিতাকে একটি ফর্ম দিয়েছে বৈকি।
আর্থনিউজ২৪ : ভবিষ্যতে কবিতার ট্রেন্ড কোন দিকে যেতে পারে বলে মনে করেন?
শেখর : কবিতা বহতা নদীর মতো তাঁর পথ বেছে নিবে। মানুষের আচার, সংস্কৃতি এসবের পরিবর্তনের সাথে সাথে কবিতাও পরিবর্তিত হবে।
শেখর : কবিতা বহতা নদীর মতো তাঁর পথ বেছে নিবে। মানুষের আচার, সংস্কৃতি এসবের পরিবর্তনের সাথে সাথে কবিতাও পরিবর্তিত হবে।
আর্থনিউজ২৪ : বর্তমান সময়ে কার কার কবিতা আপনার ভালো লাগে?
শেখর : বর্তমান সময়ে অনেকের কবিতা ভালো লাগে। সবার সব কবিতা হয়তো ভালো লাগে না তবে অনেকের কবিতায় চমক আমাকে মুগ্ধ করে।
শেখর : বর্তমান সময়ে অনেকের কবিতা ভালো লাগে। সবার সব কবিতা হয়তো ভালো লাগে না তবে অনেকের কবিতায় চমক আমাকে মুগ্ধ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন