শাহবাগে ফাঁসি
শাহবাগে ফুটে আছে সহস্র বোধের বাতি
যেখানে চেতনার সাহস নিয়ে খুলেছে জনতার আদালত
রাস্তার কালো ক্যানভাসে ক্যানভাসে প্রতিবাদ
কতোটা ধর্ষণ
কতোটা মানুষ জবাই করলে
একজন কিম্ভূত প্রাণীর ফাঁসি দিবে আদালত?
জাতির বিবেকের উপর যারা
কলঙ্কের দাগ দিয়ে নিমেষে ভি চিহ্ন দেখায়
কে আজ দিবে তার প্রশ্রয়?
শাহবাগে চলো
চলো শাহবাগে বানাই একটি ফাঁকির বাকি ইতিহাস
শত খুন
শত ধর্ষণের
রায় দিয় একটি ফাঁসি
ফাঁসি বিনা হাসি ফোটবেনা শহবাগে এ আছে প্রত্যয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন