প্রজন্মবোধ
কতদূর যাবে সবুজের অনন্ত পিপাসা ফেলে। কোথায় পাবে রক্তে রক্তে রঞ্জিত সবুজ।
শাহবাগের তীব্র স্লোগানের ভেতর পেয়ে যাবে হারানো স্বজনের সুর। অনবদ্য কোন
চেতনার ভেতর বয়ে গেছে অক্লান্ত সৌরভ। যার সুরভিতে জেগে ওঠে প্রবল প্রতিবাদ।
বোধের বাতাসে বেজে ওঠে নিপাতবাঁশি। অদম্য সুরে নাচে স্বাধীনতালব্ধ প্রজন্মবোধ।
দুরন্ত তারুণ্যের পাঠশালায় এসো তবে ছাত্র হয়ে শিখে নাও অবারিত মাতৃ-ভালোবাসা।
মা আহ বোবা মা আমার! তোমার প্রাণের শান্তি কিনে নিয়ে তবে ফিরব বাড়ি।
বোনের আড়ি দেয়া হাতে তুলে দেব রাঙা পলাশ। যার কিশোরী সম্ভ্রমের বিনিময়ে
পেয়েছি তোমার এ সবুজ আঁচল। আজ তবে খুলে যাবে ভোর আর অশুভ আগল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন