রাজীবের রক্ত
পড়ন্ত বিকেলে সূর্যের অবিকল নির্বাক হয়ে ওঠে
শাহবাগ
রক্তে রঞ্জিত রাজীব পতাকা শোভিত কফিনে
অনন্ত ক্ষোভ
নিঃশ্বাসে তাপ
অনুতাপ
উত্তাপ
কম্পিউটারের কিবোর্ডে শতো রাজীবের আঙ্গুলে সচল
উদ্যাম
অবিরাম
খুন হবার অধীর আগ্রহে জেগে আছে শাহবাগ!
প্রোজ্জ্বল শিখায় অনির্বাণ আলোর মিছিল
মিছিলে মুছে যাবে বিদঘুটে আঁধার
তুমুল রক্তে গমগমে প্রান্তর হবে না রিক্ত
রাজীব তুমি পতাকার গৌরবে অভিষিক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন