শেখর দেব
কত দূর এগুবে বলো - সুরের আকাশে
কেটেছে কতকাল নিবিড় আলিঙ্গনে...
প্রশস্ত বুকের মায়া ছেড়ে
কোন অরণ্যে খুঁজে পাবে আকুলতার ঘোর।
পথের মায়া ভুলে অনেক দূর এসেছি
ঘন ছায়া ঘেরা প্রেম হেঁটেছে পিছু পিছু
কোলাহলের ভেতর মুক্ত মানুষ একা...
রাতের জোনাকির কাছে ফেলে আসা গাথাগুলু
নিরবে চঞ্চল হয়ে খোঁজে মমতা
ততদিনে একা হয়ে ওঠে রাত।