শেখর দেব-এর তিনটি সনেট
শেখর দেব-এর তিনটি সনেট
তীরের আগুন
অনন্ত তৃষ্ণার রাত কেটেছে করুণপৃথিবী উঠেছে কেঁপে সকালের রোদে
ধরেছি হৃদয় ভাষা বুঝিনি মরণ
এতোটা বিষাদ কেন আমূল আমোদে।
সবকিছু ভুলেচুকে গড়েছি উপমা
অবারিত আঙিনায় বেঁধেছি বাসর
চারদিকে কোলাহল হেসেছে পরমা
হাসিতে লুকানো ছিল ব্যথার নহর!
তীরের আগুন নিয়ে বেড়েছে দু’চোখ
অসহায় প্রতিবাদে জাগে নাকো মুখ।
এমনি নিশ্চিত ফল জেনেছে সবাই
বলেছে কিসের নেশা ডুবিয়েছে শেষে
ঘুড়ির উড়াল দেখে ধরেছো নাটাই
পৃথিবীর মায়া নিয়ে উড়ে অবশেষে!
জীবনের সব রঙ
এত কথা অকপট সরল সহজ
বলেছি তোমার কাছে দিবস প্রভাতে
কিছু তার নীরবতা বাকিটা সবুজ
মিশে আছে বুকেপিঠে অমাতীর্থ রাতে।
বহুপথ পাড়ি দিয়ে এসেছি এখানে
জীবনের সব রঙ ঘুরেফিরে আসে
যতো কাছে ডেকেছিলে হৃদয় বাগানে
ছলনার বহুসুর তান ধরে হাসে।
বলেছি তোমার কাছে দিবস প্রভাতে
কিছু তার নীরবতা বাকিটা সবুজ
মিশে আছে বুকেপিঠে অমাতীর্থ রাতে।
বহুপথ পাড়ি দিয়ে এসেছি এখানে
জীবনের সব রঙ ঘুরেফিরে আসে
যতো কাছে ডেকেছিলে হৃদয় বাগানে
ছলনার বহুসুর তান ধরে হাসে।
পথের পুলক তবে রেখেছি কুড়িয়ে
যাতনার সব ফুল দিয়েছি ছড়িয়ে।
তবুও পথের আমি পথিক ভীষণ
ঘুরে ঘুরে ফিরে আসি মানুষের ভীড়ে
রেখে যাই প্রেম সুধা আর কিছু ঋণ
কে তবে রইবে আজ আমাকেই ঘিরে।
যাতনার সব ফুল দিয়েছি ছড়িয়ে।
তবুও পথের আমি পথিক ভীষণ
ঘুরে ঘুরে ফিরে আসি মানুষের ভীড়ে
রেখে যাই প্রেম সুধা আর কিছু ঋণ
কে তবে রইবে আজ আমাকেই ঘিরে।
তফাতে বেড়েছে রাত
এমন দিনের শেষে পাইনি কিছুইঅবহেলা রাশি রাশি গোপনে মেশানো
চেয়েছি কেমন সুখ বুঝিসনি তুই
অকারণ চুপেচাপে ভুবন রাঙানো।
তোমার নিশ্বাসে আছে অলস হতাশা
নীরবে নির্ণীত কর সুকরুণ সুর
খুঁজেছি যতই সুখ আর ভালোবাসা
তফাতে বেড়েছে রাত বিরহ মধুর।
এমন অস্থির মুখ মনের দর্পণ
ফাঁকা সব বুলি নিয়ে এ কোন অর্পণ?
বেশি কিছু নাই আশা তোমাকে চেয়েছি
মন যদি নাই টানে কেন এই ঘর
ঘরের অধিক তুমি আঁধারে পেয়েছি
আপন ভুবন জুড়ে করে রাখো পর!
http://www.anandaplus.com/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%96%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F/