অভয়মিত্র টু ইছানগর
শেখর দেব
সুদূর অতিক্রমের ক্লান্তি নিয়ে ছুটি অবকাশ বিলাসে
রোদের সুরভিতে কাটে নরোম বাতাসের ভেতর
অজস্র দূষণের মাজেও নির্মল জলে ধরেছি হাল
পালহীন নায়ে বটবট ভাসতে থাকি দোদুল জলে
টাঙ্গা কইতরের অবিকল উড়ে উড়ে ক্লান্তি নিয়ে
জলের পিঠে ভেসে ভেসে তুলে আনি শান্তির ফোয়ারা।
নগরের অস্থিরতা ছেড়ে চলে গেছ নগরহীন ইছানগরে
যেখানে অদৃশ্য ঘোরে হারায় শ্রীমতি চেরাগি নগর
অভয়মিত্র ঘাটে বসে গুনি অপেক্ষার বাতাস।
কর্ণফুলীর সম্ব্রম ছিনতাই করে কতদূর যাবে উড়াল বাতাসে
তুমি ইছানগরে হারালে দেখা হবে একদিন
ঠিক সন্ধ্যার অস্তরাগে অভয়মিত্র মহাশ্মশানে
আর তুমুল চুমুগুলো হবে দিকভ্রান্ত কর্ণফুলীর কইতর।
শেখর দেব
সুদূর অতিক্রমের ক্লান্তি নিয়ে ছুটি অবকাশ বিলাসে
রোদের সুরভিতে কাটে নরোম বাতাসের ভেতর
অজস্র দূষণের মাজেও নির্মল জলে ধরেছি হাল
পালহীন নায়ে বটবট ভাসতে থাকি দোদুল জলে
টাঙ্গা কইতরের অবিকল উড়ে উড়ে ক্লান্তি নিয়ে
জলের পিঠে ভেসে ভেসে তুলে আনি শান্তির ফোয়ারা।
নগরের অস্থিরতা ছেড়ে চলে গেছ নগরহীন ইছানগরে
যেখানে অদৃশ্য ঘোরে হারায় শ্রীমতি চেরাগি নগর
অভয়মিত্র ঘাটে বসে গুনি অপেক্ষার বাতাস।
কর্ণফুলীর সম্ব্রম ছিনতাই করে কতদূর যাবে উড়াল বাতাসে
তুমি ইছানগরে হারালে দেখা হবে একদিন
ঠিক সন্ধ্যার অস্তরাগে অভয়মিত্র মহাশ্মশানে
আর তুমুল চুমুগুলো হবে দিকভ্রান্ত কর্ণফুলীর কইতর।